স্বপ্নবিলাসী
মোঃ বদরুল ইসলাম
কারো প্রিয় হয়ে ওঠা হ'লো না আর-
তাই ফিরে আসি সাধারণ হয়েই,
আমি অতি সাধারণ একজন,
পৃথিবীতে আমার যতটুকু চাওয়া সীমাবদ্ধ পাওয়ায়,
হয়তো অভাব আছে জীবনযাপনে, কিন্তু-
আত্মসন্তুষ্টিতে আমার পাওয়ার পূর্ণতা থাকে।
সুকোমল হৃদয়ে আমার আছে কাঁটা গাঁথা,
চোখে আছে একসমুদ্র নোনা জল --
তবু দেখি বুকভরা ভালোবাসা উছলায়।
আমার ভালোবাসার মূল্য না থাক তার কছে,
তা বলে মিথ্যে হয়ে যায়না ভালোবাসা,
আমার পাওয়ার হিসেবটা না হয়
তোলা থাক সিন্দুকে -
চাওয়াটুকু থাক মোড়ানো উষ্ণ তোশকে -
আমার হৃদয় তবু অতলান্ত দুঃখছোঁয়া
স্বপ্নবিলাসী নদী হবেই।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/গিন্নীর-মুখে-হাসি/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/অব্যক্ত-ভালবাসা/
[caption id="attachment_5817" align="alignnone" width="200"] লেখক:- মোঃ বদরুল ইসলাম[/caption]