ক্বারী মোঃ আবু জায়েদ খান, সুন্দরগঞ্জ।। অভিযোগ সূত্রে জানা গেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের বিউটি আকতার স্বামী: রফিকুল ইসলাম জাল জালিয়াতি করে ভুয়া বোরিং লাইসেন্স নং সুন্দর/অনকু/৯২০ তারিখ ০৮/১২/২০১৮ ইং তারিখের লাইসেন্স দেখিয়ে পল্লী বিদ্যুৎ অফিস সুন্দরগঞ্জ থেকে সেচ সংযোগ নিয়েছিল ।
পরে উপজেল নির্বাহী কর্মকর্তা কাজী লূতফুল হাসান উক্ত সংযোগটির বোরিং লাইসেন্স বাতিল সহ সংযোগটি বিচ্ছিন্ন করেন । একই কায়দায় বিউটি আকতারের ভ’য়া বোরিং লাইসেন্সটি গোপন করিয়া আবেদন পত্রের স্কীমের পক্ষে কৃষকগনের সম্মতি পত্রের স্বাক্ষর জালিয়তি করে একই বোরিং দেখিয়ে স্বামীর নামে বোরিং লাইসেন্স নেওয়ার পায়তারা করিতেছে । এ অবস্থায় এলাকায় জাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টিসহ জনগনের ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৫/১২/২০২০ ইং তারিখে রফিকুলের জাল জালিয়াতির ও বিভিন্ন তদবীরের বিরুদ্দে পুনরায় এলাকাবাসি অভিযোগ দাখিল করেন । সংশ্লিষ্ঠ বিএডিসি কর্মকর্তা কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন স্ত্রীর বোরিং লাইসে ভুয়া প্রমানীত হওয়ার ফলে বাতিলকৃত লাইসেন্সটি পুনরায় স্বামী রফিকুল ইসলাম এর আবেদন আইনগত ভাবে গ্রহণ যোগ্য নয় । সুন্দরগঞ্জ জোলাল অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার মিলন কুমার কুন্ডোর সাথে কথা হলে তিনি জানান সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে ।
পূনরায় গদ ০৪/০১/২০২১ ইং উপজেলা সেচ কমোটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দ্বায়িত গ্রহন কারি মোহাম্মদ আল মারুফ বরাবর অভিযোগ করেন ।