ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কয়েক গ্রামে ঈদুল আজহা উদযাপন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৬, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।। সৌদি আরবের সাথে মিল রেখে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের অর্ধশত পরিবার।

রোববার (১৬ জুন) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ আতিকুর রহমান।


ইমাম মো.মাওলানা আতিকুর রহমান বলেন,সহি হাদিসের আলোকে অনেক বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার চন্দ্রপুর উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। নামাজের জামাতে জেলার অর্ধশত মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী,মুন্সীপাড়া ও চন্দ্রপুর গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মুসল্লিবৃন্দ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন।
প্রতি বছরের মতো এবারো,সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করেন এ গ্রামের মুসল্লিরা।

তারা আরও বলেন,সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর যাবত এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর,শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান,সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকেই এ উপজেলার কয়েকটি গ্রামের কিছু সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায় করে আসছেন। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন