আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। নীলফামারীর সৈয়দপুরে জেলেপাড়া পরিদর্শন করলেন,কুড়িগ্রাম জেলার মানবিক মানুষ,গরীবের বন্ধু, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার সরকার( জীবন)।
শনিবার (২৩ জানুয়ারি) বিকালে তিনি জেলেপাড়া পরিদর্শন করে অসহায় ভূমিহীন জেলে পরিবারের খোজ-খবর নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনী দিনে সারা দেশে ৪টি উপজেলার মধ্যে সৈয়দপুর উপজেলার উপকারভোদীদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচী সফল করার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি এ উপজেলায় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন কার্যক্রম শেষ হলে বিকেল এবিএম সারোয়ার আলম সরকার শহরের গোলাহাট জেলে পাড়ায় যান জেলেদের খোঁজ খবর নেয়ার জন্য।
এ সময় তাকে ফুলের স্বাগত ও শুভেচ্ছা জানান সাবেক প্যানেল মেয়র আছাদুর রহমান বাটু, সৈয়দপুর পৌর আওয়ামী লীগ নেতা মোঃমোস্তাফিজুর রহমান (মুন্না সরকার),যুবলীগ নেতা ফারুক হোসেন, মৎস্যজীবি নেতা নগেন দাস এবংস্থানীয়,সাংবাদিক বৃন্দ।
সেখানে তিনি অসহায় ও ভুমিহীন জেলেদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের দু:খ-কষ্টের কথা শোনেন। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কষ্টের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো। আপনাদের জন্য এর পরের ধাপে ঘর পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহন করেন।