সুপ্ত স্বপ্ন
রাহেলা ইসলাম (এলচি)
স্বপ্ন আমার আকাশ ছোয়া,
চাই যে সবার দোয়া।
স্বপ্নগুলো যেনো পূর্ণতা পায়,
পেয়ে কর্ম শ্রমের ছোঁয়া।
কর্ম শ্রমের কঠিন জোয়ার,
সহিতে যেনো পারি।
সবার দোয়া পেলে আমার,
ছুটবে স্বপ্নের গাড়ি।
স্বপ্ন যদি মোর পূরণ হয়,
মিটবে মনের আশা।
সবার তরে গড়বো আমি,
স্বপ্ন সুখের বাসা।
আপনার মন্তব্য লিখুন