রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ বেলচা হাতে আবর্জনা তুলছেন, কেউ আবার বস্তায় ময়লা ভরছেন। এমনি দৃশ্য দেখো মেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে । স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার স্কাউট শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট এর সদস্যরা এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
বৈষম্য বিরোধী একদফা ছাত্র আন্দোলনে সরকার পতনের সময় বিভিন্নভাবে অপরিস্কার হয়ে পড়ে সুন্দরগঞ্জ। সারা দেশের ন্যায় সুন্দরগঞ্জেও রাস্তা ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন আন্দোলনের সফল ছাত্র-ছাত্রীরাসহ স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজ দায়িত্বে পৌর শহরের পৌরপার্ক, কলেজমোড়, বয়েজ ক্যাম্পাস, উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৪আগস্ট) সকাল থেকে প্রচন্ড গড়মের মধ্যে তারা এই সহযোগিতাপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এরকম মানবিক কাজে সাধারণ মানুষ ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বামনডাঙ্গার অটোচালক মোশাররফ জানান, ‘ছোট ছোট ছেলে মেয়েরা এই গড়মের মধ্যে খুব কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। দেখি খুব ভালো লাগতেছে।
পথচারী জুথি জানান, ‘আমাদের সন্তানদের জন্য গর্ব হচ্ছে। তারা ঘরে বাবা- মায়ের কাজ ঠিকমতো করে কিনা জানি না। কিন্তু বর্তমানে রাষ্ট্র সংস্কারে ও শহর পরিচ্ছন্নতায় তারা অনন্য অবদান রাখছে।
পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী জেলা স্কাউট মোছাদ্দেক সরকার মুহিত, নিয়ন, রুপা,আশা মনি ও স্বপ্নচারী ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুল হাসান জানায়, ‘আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি পরিচ্ছন্নতার জন্য সকলকে সচেতন করছি।
স্বপ্নচারী ফাউন্ডেশনের উপদেষ্টা নুর-আলম মিয়া নুর জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের জীবনধারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।উপজেলার জনসাধারণের জায়গাগুলো অপরিচ্ছন্ন ও নোংরা আবর্জনায় ভরা। এতে করে পরিবেশ দূষিত করে।তাই আমরা স্বপ্নচারী ফাউন্ডেশন ও উপজেলার স্কাউট টিম সহ পরিষ্কার -পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ি। পরিষ্কার -পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা প্রত্যেক দোকানদার -কে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করছি।যাতে করে আমাদের চারা পাশের পরিবেশটা ভালো থাকে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বলতে বাহ্যিক চেহারার চেয়ে আরও বেশি কিছুকে বোঝায়। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য এটা হল এক সর্বজনীন নীতি।
এদিকে স্বপ্নচারী ফাউন্ডেশন এর চেয়ারম্যান লিয়ন ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলাকে সুন্দর রাখতে সকলের প্রতি আহবান করেন ।
আরইসআর/গাইবান্ধা