স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রকাশিত সুসাসের বিশেষ সংখ্যা ‘বোধন’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাইতানতলা সর্বজনীন শ্রীঅঙ্গন মন্দিরে বোধন’র প্রকাশনা উৎসব হয়। সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এ আয়োজন করেন।
নিভৃতচারী লেখক ও অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা।
সুসাসের সাধারণ সম্পাদক ও বোধন সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় মোড়ক উন্মোচনে বক্তব্য দেন বোধন’র উপদেষ্টা সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক শিশির কুমার সরকার, সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত সরকার, লেখক ও প্রভাষক তপন কুমার পাটোয়ারী, শিক্ষক অরবিন্দ কুমার মোদক, সংগঠক ও সংগীত শিল্পী চন্দন সাহা বাপ্পী, লেখক ও শিক্ষক ফটিক বর্মণ, কথাসাহিত্যিক হাসান রোকন, সংগঠক দীপ্ত সরকার, নিপুণ সরকার প্রমুখ।
বোধন’র প্রকাশনা উৎসবে মন্দিরের পূজারি, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
রাশেদুল ইসলাম রাশেদ/আরইসআর