নিজস্ব প্রতিবেদকঃ সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাজু মিয়া মহিষ জবাই করে ভোটারদেরকে খাওয়াইলেন।
জানা গেছে, আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় দফায় সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন আকৃষ্ট করতে মহিষ জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাজু মিয়া। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই খাওয়া দাওয়ার আয়োজন। ১ লক্ষ ২৫ হাজার টাকায় কেনা এই মহিষের গোসতে মেজবানি খাবার খায় ছোটবড় প্রায় ৪ হাজার জন লোক।
এলাকাবাসী জানায়, ভোটারদের মন জয় করতে তিনি এই খাওয়ার আয়োজন করেন। এতে আমরা খুব খুশি। প্রতি নির্বাচনে তিনি এই খাওয়ার আয়োজন করেন।
আশরাফ আলী নামের একজন ভোটার জানান, সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়া এই খাওয়ার আয়োজন চলবে রাত ৮ টা পর্যন্ত। পরিবারের সকলকে নিয়েই ভোটাররা খাওয়া দাওয়া করছেন।
মেম্বার প্রার্থী সাজুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছু বলবেন না বলে জানান।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মারুফ জানান, নির্বাচনকে কেন্দ্র করে খাওয়ার আয়োজন করা আচারণ বিধি লংঘন। আমারা এব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।
সুন্দরগঞ্জ/আরইসআর