রাশেদুল ইসলাম রাশেদ:: গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপ ভর্তি দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের সাড়ে ৫ টন চাল জব্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার মজুমদারহাট এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। চাল পাচারের অভিযোগে চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এসব চাল ভিজিএফের বরাদ্দ কিনা তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
জানা গেছে, স্থানীয় জনতা পিকআপ ভ্যানটির উপরের ঢাকনা খুলে দেখতে পান ইউরিয়া সারের বস্তা ভর্তি সাড়ে ৫ টন চাল। এসময় চালকের কথায় সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাল জব্দ করেন ও চালককে থানা হেফাজতে নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব কিসের চাল তা এখনো জানা সম্ভব হয়নি।