গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ সভার আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ- আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: উম্মে সালমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান, পৌর মেয়র মো: আ: রশিদ রেজা সরকার ডাবলু, পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ এর আহবায়ক জিতেন্দ্র নাথ সরকার, সদস্য সচিব পরেশ চন্দ্র বসুনীয়া, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ কুমার সাহা, যুব ঐক্য পরিষদের সভাপতি পিন্টু কুমার সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক আল্পনা গোস্বামী, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন সহ অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুবনেতা সুরজিত সরকার রাঙ্গা।
এতে বক্তরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, অসুবিধে ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক সহায়তা নিশ্চিতের দাবী জানান।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম সরকার লেবু প্রতিটি মন্দিরে সি.সি. ক্যামেরা কস্থাপনে সার্বিক সহায়তার ঘোষণা দেন। মানুষ যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে সেজন্যে উপজেলা পরিষদ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান জানান পুলিশের একটি চৌকস টিম সর্বদাই প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশ ও আনসার সদস্য সহ সাদা পোশাকে পুলিশ কাজ করবে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটনার সম্ভাবনা নেই।
আগামী নির্বাচন এই পূজায় কোন প্রভাব ফেলবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আজমিরুজ্জামান জানান এ ধরনের প্রভাব ফেলার কোন সম্ভাবনা নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশে বছরের পর বছর বিভিন্ন ধর্মের লোকজন তাদের ধর্মীয় বিধি বিধান পালন করে আসছে এর সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। কারো আনন্দ বিঘ্নিত হবার সম্ভাবনা নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম তার বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া দিকনির্দেশনা মেনে পূজা উদযাপন করতে আয়োজকদের জানান।
কোন অপ্রীতিকর কিছু ঘটার সম্ভাবনা বা ঘটলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করতে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান আগামী দুই/তিন দিনের মধ্যে উপজেলা প্রশাসন কতৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও যোগাযোগের নাম্বার সম্বলিত একটি করে বই প্রতিটি মন্দিরে পৌঁছে দেয়া হবে।
উপজেলায় কন্ট্রোল রুম ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মন্দিরের সার্বিক খোজখবর নিতে কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেন।
নির্বাচনের আগ মূহুর্তে পূজায় কোন ধরনের প্রভাব পরার সম্ভাবনা নেই বলে জানান।
সরকারি সহায়তার বরাদ্দ যথাসময়ে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৌঁছে দেয়া হবে।
সকলকে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে আয়োজকদের জানান।