রাশেদুল ইসলাম রাশেদ।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে উঃ ধুমাইটারী এলাকায় গরীব, দুঃখী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮মে (শনিবার), বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে নিজের হাতে দহবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শামিম পারভেজ ইফতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আ'লীগ এর যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা,মিনিস্টার শো-রুম এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া প্রমূখ ।
আলোচনা সভা শেষে উঃ ধুমাইটারী জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় দুআ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ইফতার শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রুবেল দহবন্দ ইউনিয়ন যুবলীগ অফিসে সংগঠনের অন্যান্য নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।