রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:: স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আ. লীগের সন্ত্রাসীরা। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক। এসময় তিনি সুন্দরগঞ্জ আ'লীগ ও জাপা'র উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন সুন্দরগঞ্জকে গোপালগঞ্জ ভাববেন না৷
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে রবিবার (১৫ সেপ্টেম্বর) পৌর শহরের বাহিরগোলা মসজিদের সামনে থেকে উপজেলা বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশ করেন তারা।
এসময় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক তার বক্তব্যে আ'লীগ ও জাপা'র উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন বিএনপির আদর্শ ও ভদ্রতাকে দূর্বলতা ভেবে 'সুন্দরগঞ্জকে গোপালগঞ্জ ভাববেন না'। দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার সুন্দরগঞ্জের আনাচে-কানাচে সন্ত্রাসী কার্যক্রম করেছে। তাদের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় হামলা ও মামলা করেছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ও জাপা আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করলে যেকোনো মহূর্তে তাদের সুন্দরগঞ্জ থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুত আছে উপজেলা বিএনপি।
এসময় উপজেলা বিএনপির সকল নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা/আরইসআর