(সুখ যে কতো-রে?)
আফজাল হোসেন চৌধুরী
বাজান বাজান ডাহে হুফু
কোলে চড়াইয়্যা
তাইনের পুতে চিল্লান দিতো
মাডিত গড়াইয়্যা।
দাদার মতন শইলডা দেইক্কা
হুফু ডাকতো বাপ
হুফা আমায় পাছড়ায় ধইরা
ডাকতো হউর সাব।
ভাদুর মাসে গেছি যহন
কোষা নাউ লইয়্যা
হাড় চিড়া মাডা দিতো
পিছ দুয়ারে বইয়্যা।
জারের দিনে দেখতো যদি
উদাম গতরে
চাদর দিয়া জড়ায় নিতো
সুখ যে কতো-রে!
গোয়াইল ঘরে গাই দোয়াইছে
দোনা ভরা দুধ
পাইছি আদর সারা জীবন
কেমনে দিমু শোধ।।
শব্দ সংকেতঃ বাজান=বাবা, হুফু=ফুফু, তাইনের পুতে=তার ছলে, মাডিত=মাটিতে, শইলডা=শরীরটা, পাছড়ায় ধইরা=জড়িয়ে ধরে, হুফা=ফুফা, হউর সাব=শ্বশুর মহাশয়, ভাদুর মাস=ভাদ্র মাস, কোষা নাউ=কিস্তি নৌকা, হাড়=গুড়, মাডা=মাঠা, পিছ দুয়ারে বইয়্যা=অন্দরমহলে বসে, জারের দিন=শীত কালে, উদাম গতরে=খালি গায়ে, দোনা=দুধ দোহনের মাটির পাত্র
আপনার মন্তব্য লিখুন