সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) শিল্প সাহিত্যের ছোট কাগজ 'বৈশাখী'র নবম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈশাখীর মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছড়াকার ও সংগঠক ফয়সাল সাকিদার আরিফের সভাপতিত্বে এতে মূল আলোচনা করেন সুসাসের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ মিঞা।
সুসাসের সাধারণ সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় এতে আলোচনা ও কবিতা পাঠ করেন গল্পকার হাসান রোকন, তাসবিহা নাহিদ, তীর সংগঠক আব্দুর রহমান রাফি, শিক্ষক অরবিন্দ কুমার মোদক, শিক্ষক রুহিনী বর্মণ, খন্দকার রাতিন, আল আমিন, তরিকুল ইসলাম, সৌমিক, সৃষ্টি রানী, প্রিয়া অধিকারী, মনি প্রমুখ।
কবিতা পাঠ ও আলোচনা শেষে বৈশাখী'র নবম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। পরে কয়েকজন সংগঠক ও সুহৃদের অসুস্থতা থেকে মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।