স্টাফ রিপোর্টার:: সালিশ বৈঠকে দুপক্ষের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় আতঙ্কিত হয়ে বৈঠকের বিচারক প্যানেলের সদস্য জরিপ ওরফে ডেকোরেটর জরিপ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। মৃত জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া টিলাপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে নয়টায় ইকুরিয়া টিলাপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজান মাসের শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজের সময় শিশুরা চেঁচামেচি করলে মৃত জরিপের ভাতিজা এক শিশুকে থাপ্পড় মারে। এ নিয়ে স্থানীয় মোজাম্মেল নামে এক ব্যক্তির সাথে তার তর্ক বিতর্ক হয়। বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার এশার নামাজের পর স্থানীয় মুরুব্বীদের নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিস বৈঠকে দুই পক্ষ লাঠি সোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে স্ট্রোক করলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরিপ মারা যায়। এ নিয়ে রাতে দুই পক্ষই একজন আরেকজনকে মৃত্যুর জন্য দোষারোপ করে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজারুল ইসলাম জানান, মৃত জরিপের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিভাবে কি কারনে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। মৃত্যু নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করলেও এখন পর্যন্ত কোন থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।