ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৭, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরে এই সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে সারাদেশে গড়ে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। ফাইনাল শতকরা আসেনি এখনও। গুরুতর সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন শান্তিপূর্ণই ছিল।

তিনি বলেন, নির্বাচনে যে শঙ্কা ছিল উপস্থিতি নিয়ে। একটি দল পরোক্ষভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছিল। তাও কিছু সহিংসতা ছিল৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও উল্লেখ করেন কাজী হাবিবুল আউয়াল।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন