লালমনিরহাট প্রতিনিধি।। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরগুলোর ন্যায় বছরের ন্যায় এবারো পর্দা উঠলো SHKSC-Mini Football World Cup-2024.
স্পোর্টস ক্লাবের সেক্রেটারী ওমর ফারুক এর তত্ত্বাবধানে বর্ণিল আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেক কাটা ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া।
ঐ সময়ে, আরো উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাইফুল হক খান।
টুর্নামেন্ট উদ্বোধনের আগে অতিথিদের নিয়ে মাঠে আরোহন করেন দেশবরেণ্য শিক্ষাবিদ, নিজ নামে প্রতিষ্ঠিত ড. মাহবুবুর রহমান মোল্লা DMRC কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়াস্থ HWPL এর সম্মানিত পিস অ্যাম্বাসেডর, লেখক ও শিক্ষা গবেষক এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান বলেন, আমি মনে করি এবং বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং শরীর ফিট রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরী। যা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। ফলে, আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।
পরে,আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠান প্রধান ড.মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং প্রতিটি দলের খেলোয়াড়কে মাঠে ভালো নৈপুণ্য প্রদর্শনে সাহস ও উৎসাহ প্রদান করেন ।
বিশেষ অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন,প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা,সাবেক দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এবছর SHKSC- Mini World Cup-2024 এ মোট ২৪ টি দল অংশগ্রহণ করেছে। যা আগামী ৩১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।