সাভার প্রতিনিধি: সাভার রাজ্জাক প্লাজার সামনে ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউনুস নামে একজন আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরো ৫ সদস্য। পরে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।
আজ বুধবার সকাল ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাস পাটুরিয়া ঘাট যাওয়ার পথে রাজ্জাক প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান এবং বাকি পাঁচজন সালাম (২৫) বরকত (৩৪) রফিক (২৯) জব্বার (৪৫) সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
ডাক্তার জানায় পাঁচ জনের অবস্থা আশঙ্কা জনক। ওই পাঁচজন একই পরিবারের সদস্য। সবার বাড়ি খুলনা রুপসা থানার আইচগাতী গ্রামে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে প্রতিবাদ জানায় ।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও এখনো রাস্তা থেকে বিক্ষুব্ধ জনতাকে সরানো যায়নি। এ কারণে সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ জনতা দাবি জানিয়েছে এখানে ফুটপাতে ব্যবসা করার কারণে গাড়ি পার্কিংয়ে অসুবিধা হয় যে কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। যত দ্রুত সম্ভব এসব ফুটপাতের ব্যবসায়ীদের এখান থেকে উৎখাত করার দাবি জানিয়েছে।
ফুটপাতের ব্যবসায়ীরা এখান থেকে উঠে গেলে তারা রাস্তা ছেড়ে দিবে বলে জানিয়েছে এখানকার সাভার থানার ওসি মোঃ লিয়াকত আলী।