আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- সাংবাদিক হত্যা, হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচী ২ মার্চ দেশব্যাপী সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি। নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী ২ মার্চ কলম বিরতি ঘোষণা করে(বিএমএসএফ)।
নোয়াখালীতে সাংবাদিক বোরহানের কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে সান্ত্বনা দেয়া শেষে শনিবার রাতে নোয়াখালী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
বিএমএসএফের সাধারণ সম্পাদক আবু জাফর জানান, আগামী ২ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি থাকবে। দেশব্যাপী সকল জেলা-উপজেলায় এই কলম বিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সংগঠনসমূহকে আহ্বান জানানো হয়েছে।