প্রতিদিনের বাংলাদেশ।। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা -উপজেলায় সাংবাদিকদের প্রতিবাদ – মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয় ।
নোয়াখালী
বাংলাদেশ রিপোটার্স ক্লাব-নোয়াখালী শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-নোয়াখালী শাখা যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন। এসময় বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি- নোয়াখালী শাখা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো অনুসারী হতে পারে না। লাশ নিয়ে যেনো কেউ রাজনীতি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা। সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
বক্তারা আরো বলেন, যে মামলাটি দায়ের করা হয়েছে তার যেনো সুষ্ঠ তদন্ত হয়। খুনের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বক্তারা এসময় স্বদেশ প্রতিদিন ও বার্তা ২৪’র জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনির ওপর কাদের মির্জার উপস্থিতিতে তার অনুসারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব-নোয়াখালী শাখা সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি বখতিয়ার শিকদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনিরুজ্জ্বামান চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈশ রূপান্তরের প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আবু নাসের মঞ্জু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ডেইলি সানের প্রতিনিধি আকাশ মো. জসীম, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি সুমন ভৌমিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-নোয়াখালী শাখা সাধারণ সম্পাদক বিজয় টিভি নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, যুগ্ম সম্পাদক এআর আজাদ সোহেল, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব-নোয়াখালী শাখা সাবেক সভাপতি মো. ইদ্রিছ প্রমূখ।
অপরদিকে, বেগমগঞ্জ চৌরাস্তায় মুক্তিযোদ্ধা জাদুঘরের সম্মুখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল’র পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এ.এস.এম রিজোয়ান, আনোয়ারুল হায়দার, ইয়াকুব নবী ইমন, জুয়েল রানা লিটন, মোঃ জামাল উদ্দীন, রনি কুমার দাস, আলা উদ্দিন, রাশেদ বিল্লাহ চিশ্তী, ইউনুছ শিকদার, সফি উদ্দিন পিন্টু সহ অনেকেই।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে দোষিদের বিচারের দাবি জানান।
মুজাক্কির হত্যার ঘটনায় মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুজাক্কিরের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কুষ্টিয়া
ঘাতকদের ছোড়া বুলেটাঘাতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে প্রবীন সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই মানব বন্ধনে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি জানান। এসময় বক্তরা বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্রুপিং দ্বন্দে সৃষ্ঠ সংঘর্ষের চিত্রধারণ ও সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষকারীদের ছোঁড়া গুলি তার গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়; সেখান থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মুজাক্কির মৃত্যু বরণ করেন। বুলেটবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ বিচার করতে হবে।
মানবাধিকার ও গণমাধ্যমকর্মী হাসান আলীর সঞ্চালনায় এই প্রতিবাদ মানব বন্ধনে বক্তব্য রাখেন,কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মজিবুল সেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সাগর, সাংবাদিক মুকুল খসরু, সংহতি জানিয়ে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক কনক চৌধুরী, জাসদ নেতা কারশেদ আলম, আহম্মেদ আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, দৈনিক আমার বার্তার কুষ্টিয়া প্রতিনিধি এনামুল হক, রবি বার্তার সম্পাদক, দৈনিক সূত্রপাত সম্পাদক, আমাদের অর্থনীতি কুষ্টিয়া প্রতিনিধি আবদুম মুনিব, দৈনিক হাওয়া পত্রিকার সহ-সম্পাদক সিহাব উদ্দিন, জাগরণ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসসহ শতাধিক বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
বাঁশখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালীর পেশাদার সাংবাদিকদের সংগঠন বাঁশখালী প্রেসক্লাব।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কেই বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী প্রেসক্লাবের আহবায়ক দিলীপ তালুকদার, যুগ্ন আহবায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়–য়া মুক্তা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ মোঃ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মু. আব্দুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি দিদার হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মোঃ আফনান চৌধুরী, চট্টলা টুয়েন্টিফোর প্রতিনিধি মোঃ রিয়য়াদুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে। ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বেলাব
নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফ’র কেন্দ্রীয় উপকমিটির সদস্য খন্দকার শাহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভপতি আলহাজ্ব সোহেল আহমেদ, নরসিংদী জেলা শাখার উপদেষ্টা এ বি এম আজরাফ টিপু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু , নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান( মোস্তাক) , নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া , মাধবদী থানা শাখার বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাল, সাংবাদিক নাজিম উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস,সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান জয়, নিউজ নরসিংদী টিভির চেয়ারম্যান আশিকুর রহমান, দৈনিক উত্তাপ পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সোহাগ ও বিএমএসএফ নরসিংদী জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুমা, বিএমএসএফ বিভিন্ন বিভিন্ন উপজেলা/জেলা কমিটির সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটে থাকে ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
ফেনী
ফেনীতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সোনাগাজী কর্মরত সাংবাদিকরা। এ সময় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
মঙ্গলবার সকাল ১০ টায় দৈনিক কালের কণ্ঠ সোনাগাজী উপজেলা প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে সোনাগাজীর জিরো পয়েন্টের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক, দৈনিক যুগান্তর সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন, দৈনিক প্রথমআলো সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, দৈনিক সমকাল সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন, দৈনিক ইনকলাব সোনাগাজী প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, দৈনিক ভোরের কাগজ সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির, দৈনিক দেশ রূপান্তর সোনাগাজী প্রতিনিধি সফি উল্ল্যাহ রিপন, দৈনিক আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক মোতাহের হোসেন ইমরান, হাবিবুল ইসলাম রিয়াদ, গাজী হানিফ ও শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এন আফছার সোহাগ, মো. সালাহ উদ্দিন, আবদুল্লা রিয়েল, ইকবাল হোসাইন, শরীয়ত উল্ল্যাহ রিফাত, বাহার উল্যার বাহার, নজরুল ইসলাম, ইয়াছিন আরাফাত তুহিন, মো. গিয়াস উদ্দিন মামুন ও আবদুর রহিম রুবেল প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভমিছিল নিয়ে সোনাগাজীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন বক্তারা। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কলাপাড়া
কলাপাড়ায় সাংবাদিক ‘বুরহান উদ্দিন মুজাক্কির’ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাংবাদিক অমল মুখার্জি, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন। সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিকরা অংশগ্রহন করেন।
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঝালকাঠি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে টেলিভিশন সাংবাদিক সমিতি।
মঙ্গলবার বেলা ১১টায় টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির আজীবন সদস্য পলাশ রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সহসাধারন সম্পাদক এসএম রেজাউল করিম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক এস এম রাজ্জাক, আতিকুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল ও সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের আয়োজনে, নোয়াখালির সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বার বার সাংবাদিক হত্যা, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন করা হচ্ছে। এগুলোর বিচার ও জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে হবে।
আর যেন কোন ভাই খুন না হয়। আর যেন প্রতিবাদ মানববন্ধনে রাস্তায় কোন সাংবাদিকদের দাড়াতে না হয়। সাগর-রুনিসহ সকল সংবাদিক হত্যাকান্ডের বিচার দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন সালমান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মামুদ মান্নান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বিন আজম নাদভী।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ হোসেন হারিস, ইসমাইল খন্দকার, হামিদুল ইসলাম লিংকন, মিজানুর রহমান, আজিম হাওলাদার,মো. আমির ঢালী, আহসানুল ইসলাম আমিন প্রমুখ।
কুড়িগ্রাম
নোয়াখালির কোম্পানিগঞ্জের দৈনিক সমাচার ও বার্তা বাজার ডট কমের সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বার্তা বাজার পরিবার কুড়িগ্রাম জেলার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।
সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টন্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা আহবায়ক চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রাম সভাপতি শাহানুর রহমান প্রমুখ ।