মতিন সরকার, স্টাফ রিপোর্টার।। সিরাজগঞ্জে উল্লাপাড়ার সলঙ্গায় উপকার ভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ মার্চ) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৯০ জন ভিজিডি কার্ডধারীর মাঝে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো।
এতে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা ট্যাগ অফিসার মোসলেম উদ্দিন,ইউপি সচিব ফরিদুল হক মিলন,সকল ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ-বিন-রশিদ প্রমূখ।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিডি কার্ড ২০২১/২০২২ চত্রু, জননেতা তানভীর ইমাম এম পি মহোদয়ের সহযোগিতায় ১৯০ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের ১১.৪০০ মেঃ টন ভিজিডি চাল ৬০ কেজি করে বিতরণ করা হয়েছে।