ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় বসতবাড়ী দখলে বাঁধা দেয়ায় গাছের সাথে বেঁধে যুবককে নির্যাতন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৪, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার।। জোরপূর্বক বসতবাড়ি দখল নিতে বাঁধা দেয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় এক যুবককে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত সোমবার ভোরে সলঙ্গা থানার পাঠানপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে সলঙ্গা থানায় ১১জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেছে ওই যুবকের মা হাসিমন খাতুন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের দরিদ্র কৃষক ইসমাইল হোসেনের সাথে বসতবাড়ী ও জায়গা-জমি নিয়ে একই গ্রামের প্রভাবশালী হযরত আলী ফকির ও ফজলার রহমান গংদের দ্বন্দ চলে আসছিল। বিষয়টি গ্রাম প্রধানগণ একাধিকবার মিমাংসার চেষ্টা করেছেন। প্রধানদের রায় মানেন না হযরত আলী ফকির ও ফজলার গং। এরই এক পর্যায়ে গত সোমবার ভোরে হযরত আলী ফকির ও ফজলার গং দেশীয় অস্ত্র দা,কুড়াল,ছুরি ও লাঠি শোঠায় সজ্জিত বহিরাগত ভাড়াটে লোকজন সাথে নিয়ে ইসমাইল হোসেনের বসতবাড়ী জোরপুর্বক দখল করার চেষ্টা চালায়। এ সময় ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয় প্রভাবশালী হযরত আলী ফকির ও ফজলার গং ।

তার নির্দেশে অন্যান্য সহযোগীরা ওই যুবককে মধ্যযুগীয় কায়দায় তাল গাছের সাথে রশি দিয়ে বেঁধে চর-থাপ্পড় মারতে থাকে। এছাড়াও বাড়ীর ভিতরে প্রবেশ করে বাড়ীঘর ভাংচুর ও বাসতবাড়ির জায়গা জোরপুর্বক দখল করার চেষ্টা চালায় এবং হত্যার হুমকি দেয়। প্রায় ঘন্টাব্যাপী ওই যুবককে আটকে রাখার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা কৌশলে ৯৯৯ ফোন দিলে পুলিশ ও গ্রামের মাতব্বররা খবর পেয়ে তাকে উদ্ধার করেন।

এদিকে এ বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতনের প্রতিবাদ জানান। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ নির্যাতনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন