সরষে ফুল
জয়নাল আবেদীন মীর
গাঁয়ের পাশে মাঠ হাসে
হলুদ সরষে ফুল,
রোদ সকালে ছুটে চলে
মাতাল ভ্রমরকুল।
সরষে ফুলে মন কেড়েছে
আঁকে কাব্যের ছবি,
মৌমাছি সব গান ধরেছে
ছন্দ খোঁজে কবি।
মাঠের পর মাঠ পেরিয়ে
সরষে ফুলের মেলা,
মন যমুনায় তীর হারিয়ে
করে প্রাণের খেলা।
সরষে ফুলের সুবাস পেয়ে
প্রাণে দোল খায়,
মধুর খোঁজে যায় বেরিয়ে
নুপুর পড়ে পায়।
ফুলের পরে সরষে দানা
ভরা সবুজ মাঠ,
হাসে তখন কৃষক জনা
সুখের কাব্য পাঠ।