ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত দল নামে অভিহিত করে: মুজিবুল হক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত দল নামে অভিহিত করে।

তিনি বলেন, এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) একাত্তর বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা করতে সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম কিন্তু হইল না। আরেকবার এমপি হই কিনা, কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করায় মানুষ আমাদের গৃহপালিত দল নামে ডাকে। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাব কোথায়?

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের বিষয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি কার্যাদেশ দেওয়া হয়েছে। যখন পত্রিকায় এলো, তখন সিঙ্গাপুরের কোম্পানি জানাল তারা এই টেন্ডারে অংশই নেয়নি। যে প্রতিনিধি আসল তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কতো বড় জালিয়াতি! আমাদের মেয়র সাহেব কী করলেন, মন্ত্রী মহোদয় বিষয়টি ভালোভাবে দেখেন।
Add 99998
তিনি বলেন, বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?

আপনার মন্তব্য লিখুন