সুন্দরগঞ্জে ২ কেজি চালের দামে ১ কেজি বেগুন, ধরাছোঁয়ার বাইরে নিত্যপন্যের দাম!
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন হাটবাজারে সব ধরনের শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নিম্নআয় ও সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাজারে দুই কেজি চালের দামে কিনতে হচ্ছে এক কেজি বেগুন। চড়া দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। গত সাত দিনের ব্যবধানে সব ধরনের সবজির কেজিতে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বেশিরভাগ সবজিই কিনতে হচ্ছে গড়ে ১০০ টাকা কেজিতে। বাধ্য হয়ে কেনাকাটায় কাটছাট করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
চাল, শাকসবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করায় দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে সাধারণ মানুষের। বাজার বিশ্লেষকরা বলেছেন, বন্যার অজুহাতে সিন্ডিকেটগুলো পরিস্থিতির সুবিধা নিয়ে ভোক্তাদের ওপর আরও বোঝা চাপিয়ে দিচ্ছে।
অন্য দিকে খুচরা বিক্রেতা বলছেন, বন্যাসহ অন্যান্য কারণে দাম বৃদ্ধির কারণে বাড়তি সবজি আড়ত থেকে আনতে পারছেন না, এ কারণে বেচাবিক্রিও কমে গেছে খুচরা ব্যাবসায়ীদের।
এদিকে সুন্দরগঞ্জ প্রশাসন কঠোর নজরদারি করছেন হাটবাজার গুলোতে। উপজেলার মজুমদার হাটে একজন ডিমের দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
রাশেদুল ইসলাম রাশেদ,
সুন্দরগঞ্জ,গাইবান্ধা
01740692923