ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সফল উদ্যোক্তা ফাতেমা নাসরিন এর কথা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পাভেল খান,নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সদরে জন্ম,উচ্চ মাধ্যমিক শেষ করেছেন সরকারি একটি মহাবিদ্যালয় থেকে। এরপর বিয়ের পিঁড়িতে বসেন,জীবনে স্বামী হিসেবে পেয়েছেন একজন দেশ প্রেমিক সৈনিককে। মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সকল সৃজনশীলতা যেন তার হাতেই পুঞ্জীভূত হয়েছে! সৃষ্টিকর্তা প্রদত্ত সৃজনশীলতা,স্বামীর সহযোগিতা ও নিজের নিরলস পরিশ্রমে অসংখ্য মনোমুগ্ধকর শিল্পকর্ম উপহার দিতে সক্ষম হয়েছেন তিনি।

বলছি, মোছাঃ ফাতেমা নাসরিন এর কথা। দুই সন্তানের জননী নাসরিন এখন ঘরে বসেই আয় করছেন হাজার হাজার টাকা। নকশী কাঁথা,হ্যান্ড প্রিন্ট শাড়ী,হ্যান্ড প্রিন্ট সকল প্রকার পোষাক,বার্থডে কেক সহ পুঁথির বিভিন্ন প্রকার কাজ করছেন অর্ডার মাফিক। এতে আয় হচ্ছে হাজার হাজার অর্থ। ফেসবুক পেইজের মাধ্যমে নেয়া হয় এসব শিল্পকর্মের অর্ডার।

তার শিল্পকর্মের মধ্যে রয়েছেঃ-
(ক) ছোটদের হ্যান্ড প্রিন্ট শাড়ী,ফ্রগ,কামিজ,ওড়না,পাঞ্জাবী।
(খ) বড়দের জন্য হ্যান্ড প্রিন্ট শাড়ী,কামিজ,ওড়না,পাঞ্জাবী,ফতুয়া,শার্ট সহ অন্যান্য পোষাক।
(গ) নকশি কাঁথা।
(ঘ) বার্থডে কিংবা যে কোনো প্রকার উৎসব উপলক্ষ্যে কাস্টমাইজড ডিজাইনের কেক।
(ঙ) পুঁথির সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

অর্ডার করার নিয়মঃ
ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে
❝শখের আলমীরা❞ অথবা,
ফেসবুক লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100070123793263

এই লিংকে প্রবেশ করলেই করা যাবে অর্ডার।

আপনার মন্তব্য লিখুন