জীবনের প্রয়োজনে জীবিকার সাথে মানুষের আজীবনের সন্ধি।মানুষ মৃত্যু পর্যন্ত জীবিকার জন্য জীবনের সাথে সংগ্রাম করেন।এই সংগ্রামী জীবনে কেউ হারে না।প্রয়োজনের তাগিদে মানুষ ছুটাছুটি করে দূর-দূরান্তে মাসের পর মাস,বছরের পর বছর।আবার কেউ বা বাড়ীতে থেকে বাড়ীর পাশে বা পার্শবতী এলাকায় আপ্রাণ চেষ্টা করে নিজের সাধ্যমতো জীবিকা নির্বাহ করে জীবনের প্রয়োজন মেটাচ্ছেন।এদের মতোই সংগ্রামী জীবনের একজন”বীর সৈনিক” সাজেমান আলী।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রামের মোঃ সাজেমান আলী(৩০) একজন প্রতিবন্ধী মানুষ।পেশায় একজন ভ্যান চালক । বাবার বড় ছেলে। সাথে থাকেন বাবা-মা। ঠিকমতো আয় রোজগার করতে না পারায় সংসার জীবনে স্ত্রী তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেছে। তার এক সন্তান জন্ম গ্রহণ করার কিছুদিন পরেই মারা যায়।
প্রতিবন্ধি সাজেমান আলী বলেন,বয়স্ক বাবা-মা এবং নিজের খরচ চালার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান চালায়।তিনি সকাল হলে বেরিয়ে পরেন উপার্জনের উদ্দেশ্যে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । সারাদিন ভ্যান চালিয়ে রাত হলে আবার বাড়ী ফিরেন।এ থেকে যা রোজগার হয় তা দিয়েই তার বর্তমান জীবনের সংসার ঘড়ির কাঁটা সময় পার করে ।এভাবে হচ্ছে সাজেমান আলীর সংগ্রামী জীবন এবং জীবিকার পালা বদল।