ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২৪, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার আরেক ভায়রা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) রাতে উপজেলার রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নয়ন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ফকিরটারি এলাকার আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়ন মিয়া ও হামিদুল ইসলাম শ্বশুর বাড়িতে দাওয়াত শেষে মোটরসাইকেলে রায়গঞ্জ বাজারের দিকে ফিরছিলেন। পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সুপারি গাছে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে হামিদুল ইসলামকে (৩০) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান লিংকন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই নয়ন মিয়ার মৃত্যু হয়। অন্যজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।