পিরোজপুরের মঠবাড়িয়ায় ফারজানা নামে এক গৃহবধূকে শনিবার বেলা ১১টার দিকে কুপিয়ে গুরুতর জখম করেছে নেশাগ্রস্ত স্বামী বায়জিদ। ওই গৃহবধু ফারজানাকে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গুরুতর আহত গৃহবধূ ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে।
ওই গৃহবধুর বাবা রুহুল আমীন বলেন, এক বছর আগে প্রতিবেশী ভাই জাকারিয়া বাদলের ছেলে বায়জিদের সঙ্গে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর জামাই নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়েছে।