(শেষ থেকেই শুরু হয়!)
কাজী রাশেদ
তুমি বলেছো শেষে এসে আর বোধহয় শুরু করা যায় না, আমি বলি শংকরের মতো, যদি হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে যায়, অথবা থেমে যায়, তবে নতুন করে শুরু করো, জীবন মানে থেমে যাওয়া নয়।
জীবনের মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়।
আমি বলি কি যেখানে দিগন্ত ছুয়ে যায় আকাশ,
যেখানে চোখের সীমানা ঝাপসা হতে হতে বিলীন,
সেখানেও জ্বলে আশার বাতি, সেখানেও জ্বলে ভালোবাসার দীপশিখা। চলে এসো, চলে এসো,
ভালাবাসার কসম খেয়ে শুরু হোক নতুন পথচলা।
যেখানেই যাই, যতদুরে যাই আমার এই দুরত্ব,
তোমার ভালোবাসার থেকে পলক মাত্র ব্যবধান।
আমার হৃদয়ের অলিন্দে ভালোবাসার যে দ্বীপ
জ্বালিয়েছি দুজন দুজনে, সেই দ্বীপ নিভে নাই,
নিভবে না আজীবন, তুমি খুঁজো অথবা না খুঁজো।
মহামারীর দুর্গম পথ পাড়ি দিয়ে বেঁচে থাকা এই আমি,
তোমার প্রতীক্ষায় আজো আছি, আরো কিছু মহামারী, মৃত্যূ আর দুর্ভিক্ষের কষ্টার্জিত পথ পাড়ী দিবো অবলীলায়, শুধু তোমার প্রতীক্ষায়।
হোক না আবার শুরু হোক না সেটা শেষ থেকে শুরু।।