(শৃঙ্খল)
মোঃ বদরুল ইসলাম।
মন যেন খাঁচায় বন্দি এক পাখির মতন-
কখনো কল্পনায় ডানা মেলে উড়ে যায়,
নিজের ভেতরেই খুঁজে ফেরে অনন্ত আকাশ
স্বপ্নটা রয়ে যায় অধরা নিঃসীম নীলিমায়।
খোঁজে মুক্ত আকাশ, অবারিত সবুজের মেলা,
তবু পায় নাকো সেই স্বাদ,
আজীবন লালিত যার খোলা খাঁচার দুয়ার
কোনোদিনও হয়না পূরণ যা মন চায় তার
অন্তিমে ভাঙে বিশ্বাস অগাধ।
কল্পনায় দেখা কিছু মুখ বাস্তবতার ক্ষতে
সান্ত্বনার প্রলেপ মাখিয়ে দেয় অনুরাগে,
মাটি ছোঁয়, জল ছোঁয়-
তার পৃথিবী জুড়ে লোহার শৃঙ্খল
খাঁচা দেয়,বাঁচা দেয় সংক্ষিপ্ত বসন্ত-ফাগে।
আপনার মন্তব্য লিখুন