শুধু তুমি নেই
হাশেম খান
এখনো বকুল ঝরে স্মৃতিময় গ্রীষ্মের আঙ্গিনায় ,
কুড়ানো ফুলের মালা গাঁথি গভীর ভালোবাসায় ।
শুধু তুমি নেই কাছে চলে গেলে দূরের ঠিকানায় ,
তোমায় মনে পড়ে আছো এই হৃদয়ের সীমানায় ।
এখনো বর্ষার আঁখি জলে হিজলের মালা ভাসে ,
ভালোবাসার বৃষ্টিতে ভিজে আনন্দে কদম হাসে ।
শুধু তুমি নেই কষ্টের মেঘ জমা হৃদয় আকাশে ,
তোমায় মনে পড়ে সুখে নেই আজ ভালোবেসে ।
এখনো শিউলি ফুল ঝরে শরত প্রিয়ার আঁচলে ,
সরল হাসিতে শুভ্র কাশফুল দোলে নদীর কূলে ।
শুধু তোমার মত কেউ ভালোবাসেনি স্বার্থ ভুলে ,
তোমায় মনে পড়ে অব্যক্ত ব্যাথায় হৃদয় দোলে ।
এখনো গাঁয়ের মাঠে সোনালী ফসল ঢেউ তুলে ,
নবান্নের উৎসবে কৃষাণীর বুকে আনন্দ দোলে ।
শুধু তুমি নেই জীবনে স্মৃতি ভাসে আঁখি জলে ,
তোমায় মনে পড়ে এই দুঃখ সুখের দোলাচলে ।
এখনো ঘাসের ডগায় শিশির জলে মুক্তা হাসে ,
সকালের সোনা রোদে দুঃখ রাতের অশ্রু হাসে ।
শুধু তুমি নেই সেদিনের মতো হাত রেখে পাশে ,
তোমায় মনে পড়ে আজ দুটি চোখ জলে ভাসে ।
এখনো শিমুল পলাশ ফুটে কোকিল ডাকে বনে ,
গুনগুনিয়ে মৌমাছি গায় আহ্ কি আনন্দ মনে ।
শুধু তুমি নেই ফাগুনমনে আগুন জ্বলে নির্জনে ,
তোমায় মনে পড়ে জীবনের এই ক্লান্তির লগনে ।