শীতের অনুভূতি
সৌমেন্দ্র নাথ গোস্বামী
শীতের হাওয়া বইছে শুধু
জেকে বসেছে শীত।
তীব্র শীতে কাঁদছে কেউ
কেউবা গাইছে গীত।।
ধণীর চাহিদার নেই তো শেষ
চাই আরো চাই।
অঢেল কাপড় কিনছে তারা
গরীবের সামর্থ্য নাই।।
রাস্তায় রাত কাটছে কারো
শীতে কাঁপছে দেহ।
পাশ দিয়ে কেউ গেলে পরেও
দেখেও দেখছে না কেহ।।
কারো বাড়িতে পিঠার বাহার
কপালে কারো নেই ভাত।
ক্ষুধায় কাঁদছে কেউ অাবার
কষ্টে যাচ্ছে দিন রাত।।
গরীবের ভাই গরমই ভালো
শীতে কষ্ট তার।
শীত যতই তীব্র হোক
কারো লাগে চমৎকার!!
আছি যারা সামর্থ্যবান
একটু ফিরে তাকাই।
যার যার সামর্থ্য অনুযায়ী
গরীব দুখীকে বিলাই।।