"বাঁচাতে একটি প্রান স্বেচ্ছায় করিব রক্ত দান। " এই শ্লোগান নিয়ে ১৫.০৬.২০২০ইংরেজি তারিখে যাত্রা শুরু হয় শিবচর উপজেলা ব্লাড ডোনেট হেল্পিং সেন্টারের।বলতে গেলে বরহামগঞ্জ কলেজের সাবেক ছাত্র রেজাউল করিম( ২৫)এর একক প্রচেষ্টায় পতিষ্ঠিত হয় শিবচর উপজেলা ব্লাড ডোনেট হেল্পিং সেন্টার। শিবচর উপজেলায় বেশ কিছু হাসপাতাল, ক্লিনিক থাকা সত্বেও এখানে নেই কোনো ব্লাড ডোনেট ক্লাব।
যার ফলে অনেক রোগীকে সমস্যার সম্মুখীন হতে হয়। চোখের সামনে রক্তের অভাবে কাউকে যেন প্রান দিতে না হয়, সে কথা ভেবেই এ মহান যুবকের এই উদ্যোগ। প্রতিষ্ঠার শুরু থেকেই তাকে নানা ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবুও থেমে যাননি রেজাউল করিম। অবশেষে তার কিছু বন্ধুদের সাহায্যে ১৫.০৬.২০২০ইংরেজি তারিখে যাত্রা শুরু করে শিবচর উপজেলা ব্লাড ডোনেট হেল্পিং সেন্টার। প্রতিষ্ঠার পরো এখনো তাকে নানা ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তাই তিনি (রেজাউল করিম) শিবচর বাসীর সকল শ্রেণীর মানুষকে তার পাশে থাকার আহ্বান জানান। রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশ কে জানান এটা তার নিজেস্ব প্রতিষ্ঠান নয়, বরং সারাদেশ বাসীর বিশেষ করে শিবচর বাসীর প্রতিষ্ঠান। তাই রেজাউল করিম শিবচরের সকল শ্রেণীর মানুষকে কাধে কাধ মিলিয়ে তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।