"জন্মই যদি আজন্ম পাপ
হয় আমার মা,
তবে কেনো ছোট থাকতে
মেরে ফেললে না।" এমন ভাবে আজে হাজারো নারী আর্তনাদ করছে ধর্ষনের শিকার হয়ে। একটা সময় এক শ্রেণীর লোক পোশাক কে ধর্ষনের জন্য দায়ী করতো। কিন্তু হিংস্র জানোয়ারদের লোলুভ দৃষ্টি থেকে রেহাই পায়নি বোরখা হিজাব পরিহিতা মেয়েটিও।শুধু তাই নয় রেহাই পায়নি বৃদ্ধ পথচারী গৃহবধূ কিংবা ছোট অবুঝ শিশু। ঠিক তেমনি ভাবে আজ সকাল দশটার দিকে ধর্ষনের।
শিকার হলেন শিবচর থানার পাচ্চর ইউনিয়নের গৃহবধূ আখি আক্তার (২৮)।শিবচর বাজার থেকে অটো যোগে বাড়ি ফেরার পথে অটো চালক তরিকুল ইসলাম অরোফে সুবল মন্ডল( ৩২) জোর করে আখি আক্তার (৩২) কে পাচ্চর বাকের কান্দি গ্রামের একটি একতালা বাড়িতে নিয়ে পাচঁজন মিলে ধর্ষন করে।।প্রথম দফায় ধর্ষনের পরে অটোতে করে আখি আক্তার কে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় আখি আক্তার কৌশলে, মুখের বাধ খুলে চিৎকার করলে স্থানীয় লোকজন অটো অবরোধ করলে সুবল মন্ডল ছাড়া অন্য চারজন পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যক্তি জনাব কাসেম শিকদার ভুক্তভোগী আখি আক্তার এর পক্ষ হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। শিবচর থানার নির্বাহী পুলিশ কর্মকর্তা মেরাজ মিয়া প্রতিদিনের বাংলাদেশ কে জানান এ ঘটনায় জরিত সুবল মন্ডল( ৩২) ও এসকান মিয়া( ৩৫)কে গ্রেফতার করা হয়েছে।