ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাঙ্গনে গণতন্ত্র ও শিক্ষাব্যবস্থার পরিবর্তন নিয়ে ছাত্রদলের মতবিনিময়

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ৫, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি: ‌ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের পর গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের প্রত্যাশা প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

এই নতুন দিনের বাংলাদেশে শিক্ষার্থীরা কেমন শিক্ষাঙ্গন ও ছাত্ররাজনীতি চান, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের মূল্যায়ন জানতে এবং তাদের প্রস্তাবনা শুনতে গাইবান্ধার তিনটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান—গাইবান্ধা সরকারি কলেজ, নলডাংগা ডিগ্রি মহাবিদ্যালয় ও বামনডাংগা আব্দুল হক মহাবিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া।

সোমবার (৩ নভেম্বর) গাইবান্ধার তিন কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের শিক্ষার ক্ষেত্রে প্রাপ্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতা, শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতা, এবং গণতন্ত্রের চর্চা নিয়ে বিশেষ আলোচনা হয়। শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থার সংস্কার, মানসম্মত শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন চিন্তা ও মত প্রকাশের পরিবেশ তৈরির দাবিও জানান।

এ সময় প্রতিটি কলেজে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সহসভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক খন্দকার রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন থানা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ মতবিনিময় পর্বে শিক্ষার্থীদের প্রত্যাশার কথা গুরুত্ব সহকারে শোনা হয় এবং ভবিষ্যতে একটি উন্নত শিক্ষাব্যবস্থা ও সহনশীল শিক্ষাঙ্গন গড়ে তোলার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন