তাহমিনা আক্তার,ঢাকা ব্যুরো: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন ‘থার্ড টার্মিনাল’ থেকে আড়াইশ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। সিলিন্ডারের ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক।
বুধবার (৯ ডিসেম্বর) বিকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা। পরে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করতে কাজ করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন