গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শারীরিক অক্ষমতার কারণে গলায় ফাঁস দিয়ে শিমুল (২৭) নামে এক যুবক আত্মহত্যা। রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে। শিমুল ওই গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছোট ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে দুই পারিবারিক সম্মতিতে পার্শ্ববর্তী এলাকার সিনাবহ গ্রামের এক মেয়ের সাথে বিবাহে আবদ্ধ হন শিমুল। বিয়ের পর থেকেই শিমুল তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হন। এতে শিমুল তার স্ত্রী সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। কিছুদিন পর বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হলে তার চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়।
দীর্ঘদিন চিকিৎসা ও ডাক্তারের পরামর্শে অপারেশন করানো হলেও কোন উন্নতির হয়না। দুই পরিবারের সিদ্ধান্তে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রী ছেড়ে চলে গেলে শিমুল মানসিক ভাবে ভেঙে পড়ে। এর পর থেকে বিষন্নতায় ভুগতে থাকেন। বিষন্নতা কাটাতে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের স্বর্ণপর্ণ হয়। দীর্ঘ দিন মানসিক চিকিৎসা করানো হলেও কোন সুফল পাওয়নি। রবিবার সকালে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন রবিবার সকালে খুজা খুজি করে তার ঘরে ঢুকতেই শিমুল কে ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলতে দেখা। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসে। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে শিমুলের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই মোঃ আবুল কালাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবার ও সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।