শব্দ বিচিত্রা
প্রভাস চন্দ্র সাহা
মৃত্তিকার সৌগন্ধিক সৃষ্টিশীল সুধাময়ী সৌরভ আকর্ষণ রসায়নে বিলীন,
দিগন্তের পরিসরে অস্তিত্বে আবরণ বিলীয়মান
তমসায় আবরিত অমলিন।
অন্তর্যামীর শিহরিত তনুশাসনী বিমুগ্ধ গুঞ্জনে
আকাশগঙ্গা শীতল,
মহারুদ্র নীলকণ্ঠ সাগরসঙ্গমে অমৃত পদাবলী
আত্মহারা হিমাচল।
মেঘপুঞ্জের বৃষ্টিফোঁটা স্পর্শকাতর শীতলতম শিহরণ আবেশিত নির্মলা,
সৌহার্দ্য বরিষণ সিক্তকরণ অনিবার্য অনুরনন প্রতিক্রিয়া সন্নিহিত সুফলা।
সুরলাপ সপ্তবীণার মূর্চ্ছনার সুমধুর অভিষেক
তরঙ্গচিত্রে শব্দবিচিত্রা,
ঝড়বৃষ্টির বৃষ্টিফোঁটায় নিমগ্নতা মঙ্গলকাব্যের
শব্দবিভ্রম আঙ্গন্মাত্রা।
অনুশাসনের বেড়াজাল উদ্ভ্রান্তের মোহজালে
আত্মিকবাদী মননশীল,
মানবীয় বৈশিষ্ট্যে হৃৎপিণ্ড জ্বালাময়ী মোক্ষম
অন্তর্ধান সহনশীল।
আপনার মন্তব্য লিখুন