লড়াই
মেরিনা হোসেন
যুদ্ধক্ষেত্রে যে লড়াই চলে-
একটি নির্দিষ্ট সময়ের পরে সে তো যায় থেমে-
প্রত্যেক মানুষের জীবনেই
একটা লড়াই আছে ,
যা অন্তরালে চলে অনির্দিষ্টকালের জন্য,
একেক জনের লড়াইয়ের ধরন একেক রকম,
এ যেন শুধুই একাকী নিজের,
সঙ্গী কেউ থাকে না পাশে,
এ যুদ্ধের ময়দানে অস্ত্র হলো ,
প্রবাল মানসিক শক্তি আর ধৈর্য্য ,
ঘাত প্রতিঘাতে ভরা জীবন,
কণ্টকময় পথ নয় তো সহজ পাড়ি দেওয়া,
প্রবল ঝড়ে সাথে যুদ্ধ করে প্রকৃতি যেমন,
নিজের অস্তিত্বকে অক্ষুন্ন রাখে ধরণীর বুকে,
ঠিক তেমনিভাবে এ জগত সংসারের
কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে,
টিকে থাকতে হয় আমাদের,
সবার কি আর লড়াই করার ক্ষমতা থাকে
কেউ বা নীরবে-নিভৃতে মেনে নেয় হার,
পরাজয়ের গ্লানি নিয়ে নিশ্চুপ নিথর,
জীবন্ত লাশ হয়ে ,
কোন রকমে কাটায় জীবন.....
লড়াইয়ের ময়দান থেকে ,
যাবে না তো পিছু হাঁটা,
সকল বাধা বিঘ্ন পেরিয়ে ,
পরতে হবে জয়ের মালা।
[caption id="attachment_4971" align="alignnone" width="300"] লেখক -মেরিনা হোসেন[/caption]