আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে মাদক সেবন সহ অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত এবং অপহরণ মামলার ০৩ জন আসামিকে আটক করেছেন থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও অপহরণ মামলার ০৩ জন আসামী এবং মাদক সেবনের দায়ে ০১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিনের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা দন্ড পদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দিবাগত রাতে সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নেতৃত্বে থানা এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষা এবং মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে চলমান অভিযানে জিআর ২৪/১৫ (শিবঃ) সংক্রান্তে মাদক মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাশেদুল ইসলাম সহ অন্যান্য মামলার আরো কয়েকজন আটক করেছেন পুলিশ।
আটক রাশেদুল ইসলাম সদর উপজেলার দুরাকুটি এলাকার জমির উদ্দিনের ছেলে।
অপর অভিযানে অপহরণ মামলায় আরো ৩ জনকে আটক করে পুলিশ। এছাড়াও বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীন (২৮) নামের একজনকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
আটক শাহিন (২৮) সদর উপজেলার শাহজাহান কলোনির মৃত আব্দুল হামিদ এর ছেলে। পরে গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক, চুরি ও জুয়ার বিরুদ্ধে চলমান এ অভিযান অভ্যাহত থাকবে।