আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাট সদর থানার বিশেষ পৃথক পৃথক অভিযানে ১৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও স্কাফ সহ ৩ জন আসামিকে আটক করেছেন পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার লালমনিরহাট ও সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার নের্তৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই মশিউর রহমান, এসআই আশরাফুল হক সহ সঙ্গীয় ফোর্স লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইস্কাপসহ শাকিল ইসলাম, আনেছ আলী (৩৫) এবং শিশু সবুজ ওরফে বিজয়কে হাতেনাতে আটক করেছেন।
আটক আসামি শাকিল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মঙ্গলের ডাঙা এলাকার আমিনুল ইসলাম এর ছেলে উক্ত আসামির বিরুদ্ধে
লালমনিরহাট থানার মামলা নং-১১, তাং-০৯/০৯/২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৩ (খ) রুজু করা হয় ও অপর আসামি আনেছ আলী (৩৫) সদর উপজেলার হরিণ চওড়া মাঝের চর এলাকার ছমসেল আলীর ছেলে উক্ত আসামির বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-১২, তাং-০৯/০৯/২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৪ (গ) রুজু করা হয় এবং আসামি সবুজ ওরফে বিজয় এর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-১৩, তাং-০৯/০৯/২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৩ (গ)/৪১ রুজু করে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।