স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট সদর উপজেলার শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন মোড়ল হুমায়ুন কবির ।
শুক্রবার (০১ জানুয়ারি ) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনে ভার্চ্যুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে ১১০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ।এদের মধ্যে মাধ্যমিকের ৪৩ জন এবং প্রাথমিক স্তরের ৬৭ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ।
শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে এ দিন সকাল সাড়ে ১০ টায় বই উৎসব অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা সকাল ১১ টার পরে এ অনুষ্ঠানে যুক্ত হন।
বই উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার সভাপতি আমিনুল ইসলাম এবং মাধ্যমিক শাখার সভাপতি এরশাদুল আলম,অভিভাবক সদস্য হাবিবুর রহমান রানু, বিদ্যালয়ের শ্রেণি পরিদর্শক নজরুল ইসলাম নয়ন, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সহঃ শিক্ষক আব্দুল্লাহ আল মামুন , সহঃ শিক্ষিকা তমালিকা আক্তার লিজা,আঞ্জুমানারা আক্তার লতা,জাহানারা বেগম অভিভাবক এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চ্যুয়ালি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার থেকে ১২ দিনব্যাপী এ বিদ্যালয়ে বই বিতরণ করা হবে।
এদিকে বিগত বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।