মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাটঃ লালমনিরহাট শহরের রেলওয়ে স্টেশন থেকে বি ডি আর রোড (বড় মসজিদ) পর্যন্ত বাইপাস সড়কের পাশ ঘেঁষে ড্রেন নির্মাণ করা হয়েছে। অথচ ড্রেনটিতে কোন স্লাব দেওয়া হয়নি, এতে করে যানবাহন ও পথচারী চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাইপাস সড়কটি সংস্কার করায় এই সড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পয়েছে। বিষেশ কর যখন স্টেশনে ট্রেন আসে। সড়ক এবং ড্রেন নির্মান করা হলেও সড়ক সংলগ্ন ড্রেনটি স্লাব দিয়ে ঢেকে দেওয়া হয়নি। ফলে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে জনমনে। তাই পথচারী এবং যান বাহন চলাচলকেরা দ্রুত এব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য দাবী যানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় রিক্সা চালক সাদেক আলি বলেন অত্যান্ত ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ পথে যাত্রী নিয়ে চলাচল করেন সব সময় ভয়ে থাকেন কখন রিক্স উল্টে ড্রেনে পরে যায় কিনা। অটো রিক্সা চালক লিটন মিয়া বলেন, যাত্রী নিয়ে এই পথে চলাচল করা খুবই ঝুকিপূর্ণ। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে তিনি দ্রুত ড্রেনটি স্লাপ দিয়ে ডেকে দেয়ার দাবি যানান। পথচারি আব্দুল জব্বার বলেন কর্তৃপক্ষ বিগত তিন মাস যাবৎ এ ড্রেনটি ঢেকে না দিয়ে খোলা রেখে দায়িত্ব ঞ্জানহিন কাজ করেছেন। দ্রুত এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
এ ব্যপারে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন বলেন, এই ড্রেনের কাজটি রেলওয়ের। লালমনিরহাট রেল কতৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।