লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হৃদয় হাসান (০৮) নামের হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করে লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন -লিডো নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ।।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে লিডোর প্রতিনিধি ঢাকা রেলওয়ে থানার ৬০৪ নং জিডির মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করে।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (৮ ডিসেম্বর) বাড়িতে রাগ করে বের হয়ে যায় হৃদয় হাসান। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে স্থানীয় সাংবাদিকের জানালে লালমনিরহাট নিউজ নামক একটি ফেসবুক পেজে শিশুটির ছবি দিয়ে পোষ্ট করা হয়।
এরপর গত সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় যাত্রীরা কমলাপুর রেলস্টেশনে শিশু হৃদয় হাসান (৮) কে ঘোরাফেরা করতে দেখে শিশুটিকে তারা ঢাকা রেলওয়ে থানায় দিয়ে যায়। শিশুটি তার নিজের পরিচয় জানাতে ব্যার্থ হলে থানা থেকে লিডোর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক রাতেই থানা কর্তৃপক্ষ লিডোর সমাজকর্মীদের মাধ্যমে লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখায় নিরাপদ আশ্রয় নিশ্চিত করে। এরপর লিডোর সমাজকর্মীরা লালমনিরহাট নিউজের ফেসবুক পেজ কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবারের সন্ধান পায়। এরপর শিশুটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয় লিডোর সমাজকর্মীরা।
শিশুটির মা আরিফা বেগম জানান, ছেলেকে হারিয়ে আমি দিশেহারা ছিলাম। ৫ দিন ধরে কোনো খাওয়া দাওয়া গোসল নাই। তারা সবাই মিলে হৃদয় কে বিভিন্ন জেলায় জেলায় খুজতে বের হয়। বিভিন্ন ফকির কবিরাজ ধরে তাঁদের অনেকে টাকা খরচ করতে হয়।
তিনি যখন গতকাল তার ছেলেকে পাওয়া গেছে খবর টি শুনতে পায় তখন তার আনন্দে চোখে জল চলে আসে।
লিডোর কমলাপুর শাখার সোশ্যাল মোবিলাইজার মোঃ মাসুদ মাহাতাব বলেন, আমরা পথশিশুদের নিয়ে কাজ করি। রেলওয়ে থানা কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা শিশুটির নিরাপদ আশ্রয় নিশ্চিত করি। এরপর লালমনিরহাট নিউজ নামের একটি ফেসবুক পেজের পোষ্টের মাধ্যমে তার পরিবারের খোঁজ নিয়ে আমরা নিয়ম অনুসারে শিশুটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেই।
উল্লেখ্য, লিডো একটি অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থাটি মূলত পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে বিভিন্ন কর্মকান্ড যেমন- ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পথশিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া শিশুদের পরিবার খুঁজে পরিবারের কাছে হস্তান্তর,পুনর্বাসন, পথস্কুল পরিচালনা, মোবাইল স্কুল পরিচালনা, পথপরিবার ও শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।