আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের জেলার হাতীবান্ধা উপজেলায় ১০ কিলোমিটার দৈর্ঘ্য বঙ্গবন্ধু সড়ক সম্প্রসারণ কাজের উদ্ধোধন হয়েছে। শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় থেকে পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার সীমানা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে ১১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫ টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘের বঙ্গবন্ধু সড়ক সম্প্রসারণ কাজের উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে, মোতাহার হোসেন এমপি, বর্তমান সরকারের উন্নয়নের সার্বিক ব্যাখ্যা করে বলেন ৮০% উন্নয়ন ইতো মধ্যে সম্পূর্ন করা হয়েছে। আগামি ৩ বছরে অবশিষ্ঠ ২০% উন্নয়ন কাজ শেষ করা হবে ইনশায়াল্লা।
আলহাজ্ব শমসের উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে শেলীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনীয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, লিয়াকত হোসেন বাচ্চু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী নজির হোসেন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাহাদত, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবুল ও শেলীম হোসেন প্রমুখ।
এর আগে প্রধান অতিথি মোড়ল উন্মচনের মাধ্যমে শুভ উদ্ধোধন ঘোষনা করেন। হাতীবান্ধায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে ১০ কিলোমিটার দৈর্ঘের বঙ্গবন্ধু সড়ক সম্প্রসারণ কাজের উদ্ধোধনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন, মোতাহার হোসেন এমপি।