ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সার জব্দ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক,লালমনিরহাট::লালমনিরহাটে সারের বাজার নিয়ন্ত্রন করতে পরিচালিত অভিযানে ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে একজনের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব সার জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত।

অবৈধ মজুদদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্ম্মনের ছেলে। 

জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় অসাধু বিক্রেতা। এ কারনে জেলা ব্যাপী সার নিয়ে কৃষকদের মাঝে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুদদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেয়া গুদামসহ ৪টি স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধ ভাবে সার মজুদের অপরাধে ওই ব্যাক্তির ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, সারের অবৈধ মজুদ রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায় সারের কোন সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান তিনি। 

আপনার মন্তব্য লিখুন