আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার-মুজিব বর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী জামিরবাড়ী এলাকায় ১৬ টি ঘর নির্মিত হচ্ছে একই দাগে।
সোমবার (১৪ জুন) ১২ঃ০০ঘটিকায় নির্মিতব্য বাড়িগুলো পরিদর্শনে আসেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মুহাঃরাশেদুল হক প্রধান।এসময় তার সাথে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব
এই ঘর গুলোর মধ্যে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজন পাশাপাশি বসবাস করবেন। সত্যিই, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার জামিরবাড়ী এলাকার জনগন।
প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।
প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।
উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, সরকার প্রদত্ত এইসব ঘরে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবেন। তাদের মধ্যে কোন বিভেদ নেই।