ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিক্ষার্থীদের দেয়ালে লিখন,সবার নজর কারছে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৩, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।। কোটা পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সংগ্রামের বিবর্নময় অতিতকে পেছনে ফেলে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে দেশ।
সুন্দর আগামীর প্রত্যাশায় স্বপ্ন আঁকছেন স্কুল-কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা।
আর,তাদের নতুন স্বপ্নের কথাগুলো রংতুলির আচড়ে দেয়ালের চিত্রে তুলে ধরছেন নতুন প্রজন্ম। আর নতুন প্রজন্মদের শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম প্রতিনিয়তই নজর কাড়ছে সাধারন মানুষসহ পথচারীদের।
পথচারীদের অনেকেই আবার দাঁড়িয়ে থেকে দেখছেন এদের নানামুখী সৃজনশীল এই কর্মযজ্ঞ। লালমনিরহাটের বিভিন্ন স্থান ছাড়াও শহরের প্রানকেন্দ্র মিশন মোড় হয়ে ষ্টেশন রোডের সড়কের দুপাশের বিভিন্ন দেয়াল লিখনের পাশাপাশি,পরিস্কার-পরিচ্ছন্নতা ও সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের ভুমিকায় কাজ করা শিক্ষার্থীরা বলেন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।এবার নতুন করে আমাদের এই দেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবিত আমরা।
পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে ও মনে করেন তারা।
আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন যাবৎ দেশে যে সহিংসতা হয়েছে,তা ভুলে এগিয়ে যেতে চান বলে ও জানান তারা। একারণে,কালো অতীত মুছে নতুন স্বপ্নের নবদিগন্ত লিখছেন তারা। শিক্ষার্থীরা আরো বলেন, দেয়ালগুলো আমরা রঙিন সাজে সাজিয়ে আমাদের এই শহরটাকে মনের মতো করে সাজাতে চাই।

আপনার মন্তব্য লিখুন