কাওছার মাহমুদ, লালমনিরহাট:: নেশা ছেড় কলম ধরি,মাদকমুক্ত সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট শহরের বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় জেলা প্রশাসম ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এবং বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দদের মাঝে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকের প্রতিক্রিয়াসহ বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে মাদক থেকে দূরে থাকার শপথ করানো হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট মাহাবুবর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যহ বিশেষ অতিথি, পৌর মেয়র রেজাউল করিম স্বপন,জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নাজির উল্লাহ,বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোহসিনারা বেগম মিনা, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ।